প্রাতিষ্ঠানিক সূত্রপাত
স্থাপিত : 1994 খ্রিষ্টাব্দ
কলেজটির সংক্ষিপ্ত ইতিহাস
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি আধ্যাত্মিক কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান-মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজটি ।পরিবেশে এ্রক একর ভূমির উপর অবস্থিত। 5 মে 1994 সালে প্রতিষ্ঠিত হয়। জনাব প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, (সাবেক প্রধান প্রকৌশলী এলজিইডি) এর পৃষ্ঠপোষকতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়।প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, (সাবেক প্রধান প্রকৌশলী এলজিইডি) মহোদয়ের প্রচেষ্টায় 2000 সালে পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে ।
1996 সালে নতুন ভবনটি ভিত্তি প্রস্তর স্থাপন করেন জনাব প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, (সাবেক প্রধান প্রকৌশলী এলজিইডি) এবং 1997 সালে এর শুভ উদ্বোধন করেন । বর্তমানে কলেজটি একটি স্বয়ংসম্পূর্ণ ঐতিহ্যবাহী মুন্সীরহাট প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ হিসেবে সুপরিচিত।
লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও কলেজটি স্ব-মহিমায় উদ্ভাসিত। 2022 সালে এ কলেজটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পায়।এবং 2022 সালে এ কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে স্বীকৃতি পায়।
এক নজরে কলেজের সংক্ষিপ্ত পরিচিতিঃ
প্রতিষ্ঠার তারিখ :05-05-1994
প্রথম স্বীকৃতির তারিখ :01-07-1995 (উচ্চ মাধ্যমিক পর্যায়)
উচ্চ মাধ্যমিক পর্যায় এমপিও ভুক্তি : 01-01-1997
ডিগ্রি পাস প্রথম স্বীকৃতি : 03-07-2002 সাল
অত্র কলেজে পরীক্ষার কেন্দ্র চালুর সন : 2009
সহপাঠক্রমিক কার্যাবলি :
কলেজে নিয়মিত ইনডোর ও আউটডোর খেলাধুলা অনুষ্ঠিত হয়।
কলেজে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে ।
বার্ষিক মিলাদ এবং মিলাদের সাথে কেরাত, হামদ, নাত, গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বার্ষিক আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার সহপাঠক্রমিক কার্যাবলির অনুশীলন হয়ে থাকে ।
" মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ "
জীবনের সুপ্রভাত।